অভিবাসী উদ্ধারে অভিযান শুরু মালয়েশিয়ার


প্রকাশিত: ০৫:২০ এএম, ২২ মে ২০১৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নির্দেশের পর, সাগরে আটকা পড়া হাজার হাজার রোহিঙ্গা ও বাংলাদেশের নাগরিকদের উদ্ধারের জন্য ৪টি জাহাজ নিয়ে অভিযান শুরু করেছে দেশটির নৌবাহিনী।

মালয়েশিয়ার নৌবাহিনী প্রধান আব্দুল আজিজ জাফর জানান, অভিবাসী সংক্রান্ত মানবিক কার্যক্রমে মালয়েশিয় সশস্ত্র বাহিনী জড়িত। তিনি আরো জানান, এরইমধ্যে লঙ্কাবি দ্বীপের উপকূলে নৌবাহিনীর ৪টি জাহাজ মোতায়েন করা হয়েছে।

এদিকে, মানব পাচারের সাথে জড়িত সন্দেহে এক বাংলাদেশিসহ ৯ জনকে আটক করেছে থাই পুলিশ। এ নিয়ে দেশটিতে এমন অভিযোগে, গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।

অপরদিকে যুক্তরাষ্ট্র বলছে, অভিবাসীদের পুনর্বাসন প্রক্রিয়ায় তারাও নেতৃত্ব দিতে চায়। আবার আগামী সপ্তাহে থাইল্যান্ডে হতে যাওয়া দক্ষিণ এশিয়ার অভিবাসী সঙ্কট বিষয়ে জরুরি বৈঠকে প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে মিয়ানমার সরকার। ফলে এবার এই সংকটের একটি স্থায়ী সমাধান হবে বলে আশা করছে সবাই।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।