নেপালে ভূমিধসে নিহত ৩০


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১১ জুন ২০১৫

ভূমিকম্পের পর এবার ভূমিধস! ফের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন নেপাল। এবার ধস কেড়ে নিল ৩০টি প্রাণ। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, বেশ কয়েকদিন ধরে নেপালে টানা ভারী বর্ষণ হয়ে চলেছে। তার জেরেই এই পার্বত্য রাষ্ট্রের উত্তর-পূর্বের ৬টি গ্রাম ধসের কবলে একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

তাপলেজুং জেলার কার্যনির্বাহী প্রধান অফিসার (সিডিও) সুরেন্দ্র ভট্টরাইকে উদ্ধৃত করে মাই রিপাবলিকা জানিয়েছে, বুধবার রাতে ধস নামে। সেই সময় অধিকাংশ মানুষ ঘুমে আচ্ছন্ন ছিলেন। আহতদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানোর বন্দোবস্ত করছে প্রশাসন।

শেষ পাওয়া খবর, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এছাড়া, আরো ১২ জন নিখোঁজ। ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ রওনা দিলেও ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা সেখানে পৌঁছতে পারেনি।

জেলার ডেপুটি পুলিশ সুপার শান্তিরাজ কৈরালা জানান, ধসে বেশ কয়েকটি বাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাধারণত, নেপালে ধস একটি স্বাভাবিক প্রক্রিয়া। পার্বত্য অঞ্চলে মাত্রাতিরিক্ত বৃষ্টি হলেই ধস হয়। উপরন্তু, সাম্প্রতিককালে ভয়াবহ ভূমিকম্পের ফলে নেপাল ইতিমধ্যেই বিধ্বস্ত। দুটো বড় কম্পন এবং অজস্ত্র আফটারশকে নেপালে প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছে।

ভূতত্ত্ববিদেরা জানিয়েছেন, ভূকম্পনের ফলে মাটির ওপরের স্তর অনেকটাই আলগা হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা তখনই আশঙ্কা করেছিলেন যে, ভূমিকম্পের ফলে এবার ধসের কবলে পড়তে পারে নেপালবাসী। সেই আশঙ্কাই সত্যি হল বলেই মনে করছেন তারা।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।