পতাকায় ঘাম মুছে বিপাকে মোদি


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৩ জুন ২০১৫

যোগ ব্যায়ামকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার সাফল্যের রেশ কাটতে না কাটতে যোগ দিবস নিয়েই বিতর্কে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় পতাকার অপমান করার অভিযোগে সোমবার মোদির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দলিত সেনার কর্মকর্তা পুদুচেরি।

জানা যায়, বিশ্ব যোগ দিবসে দিল্লির রাজপথে যোগ ব্যায়াম করার সময় গলায় থাকা ভারতীয় পতাকা দিয়ে বারবার মুখের ঘাম মোছেন মোদি। তার ঘাম মোছার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তুমুল সমালোচনার মুখে পড়েন ভারতের এই প্রধানমন্ত্রী।

পুলিশ জানায়, মোদির বিরুদ্ধে মামলা দায়ের করার আবেদন করেছেন দলিত সেনার ওই কর্মকর্তা। বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসকেডি/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।