বুরুন্ডি ছেড়ে এক লাখ ২৭ হাজার মানুষ পালিয়েছে : জাতিসংঘ
রাজনৈতিক গোলযোগের কারণে মধ্য আফ্রিকার দেশ বুরুন্ডির এক লাখ ২৭ হাজার মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে শরণার্থী হিসেবে নাম নিবন্ধন করেছে। এছাড়া, এই হিসেবের বাইরে আরো অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায়, গত এপ্রিলে বুরুন্ডিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর থেকে ৬২ হাজার বুরুন্ডিয়ান পার্শ্ববর্তী তানজানিয়া, ৪৫ হাজার রুয়ান্ডায়, ডিআর কঙ্গোয় ১০ হাজার ৯শ’ ৯০ জন, ৮ হাজার ৮৫৫ জন উগান্ডায় ও ৪০০ জন জাম্বিয়ায় শরণার্থী হিসেবে নাম লিখিয়েছে।
ইউএনএইচসিআর মুখপাত্র আন্দ্রিয়ান এডোয়ার্ডস জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘এছাড়া আরো অনেক বুরুন্ডিয়ান দেশ ছেড়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে যারা শরণার্থী হিসেবে নাম লিখায়নি।
বুরুন্ডির রাজপথে কয়েক সপ্তাহের বিক্ষোভ চলাকালে প্রায় ৭০ জনকে হত্যা করার পরই দেশত্যাগ শুরু হয়।
বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুজিজা গত এপ্রিলে টানা তৃতীয়বারের মতো পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা শুরু করলে রাজনৈতিক সংকট শুরু হয়।
বিরোধীদের বক্তব্য হচ্ছে- তার তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা অসাংবিধানিক এবং ২০০৬ সালে ১৩ বছরের গৃহযুদ্ধ অবসানে সম্পাদিত শান্তি চুক্তির লঙ্ঘন।
বিরোধী দলগুলো বুরুন্ডিতে আগামী সোমবার অনুষ্ঠেয় পার্লান্টে নির্বাচন এবং ১৫ জুলাই অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
একে/পিআর