কুয়েতে শিয়া মসজিদে হামলায় নিহত ১৩ : আইএস`র দায় স্বীকার
কুয়েতের একটি শিয়া মসজিদে শুক্রবার জঙ্গি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে আইএস।
নিজেদের ‘নজদ প্রভিন্স’ বলে পরিচয়দানকারী সৌদি আরবে ইসলামিক স্টেট গ্রুপের অনুমোদিত সংগঠনটি বলেছে, আবু সুলাইমান আল মুয়াহহিদ নামে একজন যোদ্ধা ওই মসজিদে হামলা চালিয়েছে। আইএস-এর দাবি ওই মসজিদটি সুন্নি মুসল্লিদের মাঝে শিয়া ধ্যান-ধারণা প্রচার করছিল।
উল্লেখ্য, কট্টর সুন্নিপন্থী আইএস শিয়াদের মুসলমান থেকে খারিজ মনে করে।
হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার ওই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া অাহত অপর ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নজদ প্রভিন্স সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের অভ্যন্তরেও অনুরূপ হামলা চালানোর দাবি করেছে।
একে/পিআর