জঙ্গিবাদ মোকাবেলায় জাতিসংঘের বৈঠক


প্রকাশিত: ১০:৪৬ পিএম, ২৭ জুলাই ২০১৫

স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে জাতিসংঘের আয়োজনে দুই দিনের বৈঠকে বসেছেন বিভিন্ন দেশের নিরাপত্তা বিশেষজ্ঞ ও মন্ত্রীরা। সোমবার এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে কট্টরপন্থীদের বিদেশে পাড়ি জমিয়ে বিভিন্ন সশস্ত্র জঙ্গিগোষ্ঠীতে যোগদান বন্ধ করার উপায় নিয়ে আলোচনা হবে।

স্পেন সরকার জানিয়েছে, মঙ্গলবার জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কমিটির একটি বৈঠকে সভাপতিত্বও করবে স্পেন। স্পেন বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। দেশটি ‘স্বদেশে বেড়ে ওঠা’ জঙ্গিদের বিরুদ্ধে ধরপাকড় চালিয়ে আসছে। এসব জঙ্গি ইরাক ও সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিচ্ছে বলে তাদের দাবি।

মাদ্রিদে দুই দিনের বৈঠকে অংশ নিচ্ছেন ৭০টি দেশের দুই শতাধিক বিশেষজ্ঞের পাশাপাশি ৩০ জন স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে মূলত দুটি বিষয় নিয়ে বিশদ আলোচনা হবে।

জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, এসব বৈঠকের লক্ষ্য হচ্ছে, এফটিএফ হুমকি মোকাবিলায় সদস্য দেশগুলোর প্রচেষ্টায় সহায়তা করতে ‘একগুচ্ছ কৌশল ও পদ্ধতি’ প্রণয়ন করা। আর মাদ্রিদের এক বিবৃতিতে যোগ করা হয়েছে, এ ধরনের যোদ্ধারা ‘বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকির একটি’।

কর্মকর্তাদের ধারণা, জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে ২৫ হাজার থেকে ৩১ হাজার জঙ্গি বিভিন্ন যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও স্পেনের মতো ইউরোপীয় দেশগুলোর শত শত নাগরিকও।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।