ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নেতৃত্বে ১৭তম কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮

আফগানিস্তানে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব নিলেন ১৭তম কমান্ডার। রোববার (২ সেপ্টেস্বর) সকালে কাবুলে এক অনুষ্ঠানে এ দায়িত্ব দেয়া হয়।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সব চেয়ে দীর্ঘ সময়ের যুদ্ধে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর জেনারেল অস্টিন স্কট মিলারকে এমন সময় এ দায়িত্ব দেয়া হলো যখন আফগানিস্তানে আশা, সংশয় এবং অনিশ্চয়তা বিরাজ করছে।

আফগানিস্তানে এখন যুক্তরাষ্ট্র ও নেটোর ২৩ হাজার সেনা রয়েছে। গত জুন মাসে ঈদুল ফিতর উপলক্ষে বিবাদমান দলগুলোর মধ্যে প্রথমবারের মত অস্ত্র বিরতির পর কাতারে তালেবান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে সরাসরি সংযোগ হওয়ায় আশা দেখা দিয়েছিল যে ১৭ বছরের যুদ্ধের একটা রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা শুরু হতে পারে। তবে গত মাসে তা ভেঙ্গে গেছে।

ঈদুল আজহা উপলক্ষ্যে প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেয়া দ্বিতীয় অস্ত্র বিরতির প্রস্তাব তালেবান মেনে নিতে ব্যর্থ হয়েছে। সূত্র : ভয়েস অব আমেরিকা

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।