পাকিস্তানে বিমান হামলায় নিহত ৩০


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ২২ অক্টোবর ২০১৪

পাকিস্তানে উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেল এলাকায় বিমান হামলায় কমান্ডারসহ অন্তত ৩০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার চালানো এ বিমান হামলায় তালেবান কমান্ডার দাউদ মাত্তা নিহত হয়েছে।

পাকিস্তানের আন্তঃবিভাগীয় জনসংযোগ (আইএসপিআর) বিভাগ এক বিবৃতিতে একথা জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, দাত্তা খেল এলাকায় তালেবানদের অন্তত চারটি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে তালেবানদের ঘাঁটিগুলোও ধ্বংস হয়ে গেছে।

১৫ জুন পাকিস্তানের করাচি বিমানবন্দরে তালেবানের ভয়াবহ হামলার পর দেশটির সেনাবাহিনী উত্তর ওয়াজিরিস্তানে তালেবানবিরোধী জারব-ই-আজব নামে অভিযান শুরু করে, যা এখনও অব্যাহত আছে। সূত্র : ডন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।