মেক্সিকোতে গোলাগুলি, ৪ পুলিশসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০১ ডিসেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে অবস্থিত মেক্সিকোর একটি শহরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে চারজনই পুলিশ কর্মকর্তা। এছাড়া সাতজন সন্দেহভাজন অপরাধী এবং বাকি তিনজনের পরিচয় জানা যায়নি। মার্কিন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।

উত্তরাঞ্চলীয় কোয়াহুইলা প্রদেশের ভিলা ইউনিয়নে বেশ কিছু গাড়ি ও ভারী অস্ত্র নিয়ে আসা সন্দেহভাজনদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় শুরু হয়।

এই ঘটনায় আরও ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। তাদের ইতোমধ্যেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযান চালিয়ে ১২টি ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়া বেশ কিছু ভারী অস্ত্র এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।