যশোরের ৬ আসামির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ


প্রকাশিত: ০২:০২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

মানবাতাবিরোধী অপরাধের মামলায় পলাতক যশোরের ছয় আসামি আত্মসমর্পণ করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে এই মামলায় গ্রেফতার হওয়া লুৎফর মোড়লের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম আনোয়ার উল হকের নের্তৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। লুৎফর মোড়লের পক্ষে সরকার থেকে অ্যাডভোকেট শুকুর আলীকে নিয়োগ দেয়া হয়েছে।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের উপস্থিত ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষের ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান।

এ মামলায় যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ জন আসামি। গত ৮ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। মোট ১২ আসামির মধ্যে বাকি তিনজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদেরকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

সাখাওয়াত হোসেন ছাড়া অন্য ৮ জন আসামি হলেন- মো. বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবর রহমান, মো. আব্দুল আজিজ সরদার, মো. আজিজ সরদার, কাজী ওয়াহেদুল ইসলাম, মো. লুৎফর মোড়ল এবং মো. আব্দুল খালেক মোড়ল। তাদের মধ্যে সাখাওয়াত হোসেনসহ তিনজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

বাকি দু’জন হচ্ছেন- মো. বিল্লাল হোসেন ও মো. লুৎফর মোড়ল। অব্যাহতি পেয়েছেন মো. আকরাম হোসেন, অজিহার মোড়ল ওরফে ওজিয়ার মোড়ল ও মশিয়ার রহমান।

গত ১৬ জুন সাখাওয়াতসহ যশোরের কেশবপুরের ১২ জনের বিরুদ্ধে এ মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করেন তদন্ত সংস্থা। ১৪ জুন তদন্ত সংস্থার কার্যালয় রাজধানীর ধানমন্ডি সেফহোমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করেন।

এর আগে আদালত ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এফএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।