৭৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানল করোনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৯ এপ্রিল ২০২০

সাত দশকের বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন তারা। এই দীর্ঘ সময়ের শেষ পরিণতি ডেকে আনল প্রাণঘাতী করোনাভাইরাস। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন মেরি কেপলার এবং তার স্বামী ওয়াইল্ডফোর্ড।

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের উইসকন্সিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই দম্পতি। তবে কীভাবে তারা এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন সে বিষয়ে তাদের পরিবারের লোকজন কিছু জানাতে পারেনি।

তবে দুজনই করোনায় আক্রান্ত হওয়ায় জীবনের শেষ সময়ও একসঙ্গেই ছিলেন তারা। যদিও অনেক করোনা রোগীর ক্ষেত্রেই এমনটা ঘটে না। মৃত্যুর সময় তারা নিজেদের প্রিয়জনের মুখটাও দেখতে পান না। কিন্তু সেদিক থেকে এই দম্পতি বেশ সৌভাগ্যবান বলা যায়।

corona-2

তাদের নাতনি নাতালি লামেকা জানিয়েছেন, এই দম্পতি হাসপাতালে কাছাকাছি বেডেই ছিলেন। এমনকি মারা যাওয়ার আগে একে অন্যকে ভালোবাসার কথাও জানিয়েছিলেন।

তিনি বলেন, তাদের মৃত্যুর খবর আমাদের জন্য খুবই দুঃখজনক। তবে তারা একে অন্যের হাত ধরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটা সত্যিই অন্যরকম।

লামেকা বলেন, তারা দু'জনে আমাদের পরিবারকে একত্রিত করে রেখেছিল। তারা নেই এটা মেনে নেওয়া আমাদের জন্য সত্যিই খুব কঠিন। স্বামীর মৃত্যুর ৬ ঘণ্টা পরেই মারা যান মেরি কেপলার।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।