পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২০

অডিও শুনুন

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

ভারতীয় বাংলা পত্রিকা আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, মৃদু উপসর্গ থাকায় কোভিড-১৯ টেস্ট করান খাদ্যমন্ত্রী। পরে রিপোর্ট পজিটিভ এসেছে।

এর আগে রাজ্যের আরও এক মন্ত্রী সুজিত বসুও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে করোনা থেকে সুস্থ হয়ে তিনি কাজে ফিরেছেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, রোববার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে খাদ্যমন্ত্রীকে। চিকিৎসকরা জানিয়েছেন, মন্ত্রীর শরীরে অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কম রয়েছে। তবে রক্তে শর্করার পরিমাণ বেশি।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।