একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হাসপাতালেই থাকছেন ট্রাম্প: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৪ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো বোধ করছেন এবং হোয়াইট হাউসে কাজে ফিরতে চান। কিন্তু তাকে কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শারীরিক অবস্থার ব্যাপারে হালনাগাদ তথ্য জানাতে গিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএসের ফেস দ্য ন্যাশন প্রোগ্রামে কথা বলেছেন ও ব্রায়েন।

এতে তিনি বলেন, আজ সকালে আমি চিফ অব স্টাফ মার্ক মিডোসের সঙ্গে কথা বলেছি। ভালো খবর হচ্ছে প্রেসিডেন্ট খুব ভালো বোধ করছেন। আসলে তিনি হোয়াইট হাউসের বাসভবনে ফিরতে চান। তিনি কাজে ফিরতে চান।

ব্রায়েন বলেন, কিন্তু আমার মনে হয়, তাকে (প্রেসিডেন্টকে) আরও কয়েকদিন ওয়াল্টার রিড হাসপাতালে থাকতে হবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সেখানে থাকতে হবে।

মার্কিন এই নিরাপত্তা উপদেষ্টা বলেন, কোভিড-১৯ আক্রান্ত যে কারও জন্য সাত থেকে আট দিন খুবই আশঙ্কাজনক। চিকিৎসকরা এটি নিশ্চিত করতে চান যে, তারা সেখানে প্রেসিডেন্টের জন্য আছেন এবং তিনি সর্বোত্তম চিকিৎসাই পাচ্ছেন এবং চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।

হোয়াইট হাউসের সূচি অনুযায়ী, করোনায় আক্রান্ত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অষ্টম দিনে পৌঁছাবেন আগামী বৃহস্পতিবার।

এর আগে, মার্ক মিডোস বলেন, শুক্রবার প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে সরকারিভাবে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, আসলে বাস্তব পরিস্থিতি তারচেয়েও গুরুতর ছিল। ওইদিন তার জ্বর বেড়ে যায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যেতে থাকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১ অক্টোবর মার্কিন এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে হোয়াইট হাউসে ট্রাম্পের ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন কর্মকর্তাও করোনা আক্রান্তের খবর আসে।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।