জার্মানির স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

হাবিবুল্লাহ আল বাহার
হাবিবুল্লাহ আল বাহার হাবিবুল্লাহ আল বাহার জার্মানি থেকে
প্রকাশিত: ১১:৫১ পিএম, ২১ অক্টোবর ২০২০

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়ান্স স্পাহন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার জার্মানির স্থানীয় সময় বিকেল ৫টার পর জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

ইয়ান্স স্পাহনের মুখপাত্র হান্নো কাউটজ গণমাধ্যমকে বলেছেন, মন্ত্রী আজ সকালে মন্ত্রিসভার বৈঠকে ছিলেন। তিনি সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই উপস্থিত ছিলেন।

কিন্তু বিকেলে তার সর্দি দেখা দেয়। পরে কোভিড-১৯ পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায়। তিনি এখন ঘরে আইসোলেশনে আছেন।

এদিকে জার্মানিতে পুনরায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে এপ্রিল মাসের পর থেকে করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও ইদানীং ব্যাপকহারে বেড়েছে।

মঙ্গলবার একদিনে দেশটিতে সাত হাজার ১৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৫৬ জন। বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।