ক্ষোভে কোটি টাকার মার্সিডিজ পুড়িয়ে দিলেন রাশিয়ান ইউটিউবার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২১ এএম, ২৯ অক্টোবর ২০২০

রাশিয়ার জনপ্রিয় ইউটিউবার মিখাইল লিটভিন তার বিলাসবহুল মার্সিডিজ গাড়িটি পুড়িয়ে দিয়েছেন। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। এ ঘটনা লাখ লাখ দর্শককে হতবাক করেছে।

মোটরওয়ান২৪.কমের তথ্য অনুযায়ী, মিখাইল লিটভিন একজন রাশিয়ান ইউটিউবার যিনি ক্রমাগত সমস্যার মুখোমুখি হওয়ার পরে একটি খালি মাঠের মাঝখানে তার বিলাসবহুল গাড়িটিকে আগুন ধরিয়ে দেন।

তার মার্সিডিজ-এএমজি জিটি ৬৩ এস মডেলের গাড়িটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে তিন কোটি টাকা। একটি অফিসিয়াল ডিলারশিপ থেকে কেনার পর বেশ কয়েকবার এটি ভেঙে যায় বলে জানা গেছে।

jagonews24

সম্প্রতি তার ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিখাইল লিটভিন, যিনি মিশা নামেও পরিচিত, তিনি তার বিলাসবহুল গাড়িটি পুড়িয়ে দিচ্ছেন।

ফুটেজটি ইউটিউবে ১২ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে, যেখানে মিখাইলের প্রায় পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছেন।

২০১৯ সালে গাড়িটি কেনেন মিখাইল লিটভিন। এরপর থেকে সমস্যা লেগেই ছিল। তিনি বেশ কয়েকবার ডিলারের কাছে ফেরত পাঠিয়েছিলেন।

তবে সমস্যার সমাধান হয়নি। গাড়িটি নিয়ে তিনি বেশ সমস্যার মুখোমুখি হন ও হতাশ হয়ে পড়েন। অগত্যা তিনি এমন সিদ্ধান্ত নেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।