রাশিয়ায় করোনা হাসপাতালে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ৩১ অক্টোবর ২০২০

রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরে একটি অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের দক্ষিণের উরাল এলাকার হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বলছে, হাসপাতালটির অক্সিজেন বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়ায় সেখান থেকে দেড়শ জনের বেশি রোগী অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

মন্ত্রণালয় বলছে, হাসপাতালের একটি ডরমেটরির অক্সিজেন বুথে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর হাসপাতালটি থেকে ১৫৮ জন রোগী সরিয়ে নিয়ে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুশ এই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। দেশটির স্বাস্থ্যসেবা বিষয়ক মন্ত্রণালয় বলছে, ১৫৮ জন রোগীকে সরিয়ে নিয়ে শহরের অন্যান্য হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

রুশ সংবাদ সংস্থা তাস বলছে, চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর অগ্নিকাণ্ডে দু'জনের মৃত্যুর তথ্য অস্বীকার করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের আগেই তারা মারা গেছেন।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।