রেকর্ড সংক্রমণের দিনে যুক্তরাষ্ট্রে দুই হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২১ নভেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার আরও ২ হাজার ১৫ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। মে মাসের পর দেশটিতে একদিনে এত মানুষের মৃত্যু হয়নি করোনায়। এ ছাড়া ওইদিন দৈনিক সর্বোচ্চ প্রায় দুই লাখ আক্রান্ত হয়েছেন।

হোয়াইড হাউসের শীর্ষ বিশেষজ্ঞ পরিস্থিতির আরও অবনতি হবে জানিয়ে সতর্ক করেছেন। তবে এর মধ্যে আশার খবর হলো, আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে দেশটিতে জরুরিভাবে ভ্যকসিন দেয়া শুরু হবে।

শুধু করোনায় মৃত্যু নয় চলতি মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি হয়েছে। গত বৃহস্পতিবার রেকর্ড সর্বোচ্চ ১ লাখ ৮৭ হাজারের বেশি করোনায় আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছেন।

করোনার প্রাদুর্ভাব ছড়ানোর পর এ মাসের শুরুতেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে দৈনিক করোনার সংক্রমণ লাখ ছাড়ায়। আর নভেম্বর শেষ না হতেই সেই সংখ্যা এখন দুঃখজনক মাইলফলক দুই লাখ ছাড়ানোর মুখে।

বুধবার প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ প্রাণহানি আড়াই লাখ ছাড়ায়। এ ছাড়া জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রাদুর্ভাব ছড়ানো করোনো এ পর্যন্ত দেশটির এক কোটি দশ লাখের বেশি মানুষকে সংক্রমিত করেছে।

এই মাসে করোনায় আক্রান্ত হয়ে যত আমেরিকান হাসপাতালে ভর্তি হয়েছেন এর আগে কখেনোই এত রোগী হাসপাতালে ভর্তি হননি। দেশটির সরকারি তথ্য অনুযায়ী বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৮০ হাজারের বেশি।

তবে সবচেয়ে আশঙ্কার খবর, আগের মতো এখন শুধু নির্দিষ্ট কিছু অঞ্চলে ভাইরাসটির ঊর্ধমুখী সংক্রমণ দেখা যাচ্ছে না। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী প্রায় সব অঙ্গরাজ্যে। বড়দিন উপলক্ষে তা আরও বাড়বে বলে শঙ্কা।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।