অনলাইন অভিধানে সর্বাধিক আলোচিত শব্দ ‘প্যানডেমিক’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ এএম, ০১ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাসের কারণে প্যানডেমিক বা মহামারি শব্দের সঙ্গে পরিচয় ঘটেছে একবিংশ শতকের। করোনার প্রকোপে এখন পর্যন্ত সারাবিশ্বে প্রায় ১৫ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। ফলে এই মুহূর্তে বিশ্বের সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ‘মহামারি’। ইংরেজিতে যেটাকে ‘প্যানডেমিক’ বলা হয়।

অনলাইন অভিধান ডিকশনারি ডটকমে ‘প্যানডেমিক’ শব্দটিকে বছরের সবচেয়ে আলোচিত শব্দ হিসেবে ঘোষণা করেছে।

চলতি বছর তাদের সাইটে ‘প্যানডেমিক’ শব্দটির অর্থ সবচেয়ে বেশি বার খোঁজা হয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা। এর মধ্যে ১১ মার্চ শব্দটির অনুসন্ধান ১৩ হাজার ৫০০ শতাংশ বৃদ্ধি পায়। শুধু তারা নয়, মরিয়ম-ওয়েবস্টার অভিধানও ‘প্যানডেমিক’ শব্দটিকে বছরের সবচেয়ে বেশি আলোচিত শব্দ হিসেবে ঘোষণা করেছে।

গত বছরের শেষ দিকে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ধীরে ধীরে সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় কোটির বেশি মানুষ। এই ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে বিভিন্ন দেশের বিভিন্ন নামিদামি সংস্থা।

এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।