করোনায় দক্ষিণ আফ্রিকার মন্ত্রীর মৃত্যু

ফারুক আস্তানা
ফারুক আস্তানা ফারুক আস্তানা , দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২১ জানুয়ারি ২০২১

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দফতরবিষয়ক মন্ত্রী জ্যাকসন মেথেম্বু করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬২ বছর। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতি সিরিল রমাফোসা তার মৃত্যুর বিষয়টি ঘোষণা করেছেন।

রাষ্ট্রপতি এক টুইট বাতায় জানান, তার জন্য প্রার্থনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আমরা রয়েছি।

রমাফোসা বলেন, মন্ত্রী মেথেম্বু একজন অনুকরণীয় নেতা, একজন কর্মী এবং স্বাধীনতা ও গণতন্ত্রের আজীবন চ্যাম্পিয়ন ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধেয় সহকর্মী ও নেতা, যার মৃত্যু দেশকে ক্ষতির মুখে ফেলেছে। তার পরিবার, বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।