ভেনেজুয়েলা থেকে ইইউ রাষ্ট্রদূত বহিষ্কার
অডিও শুনুন
কারাকাসে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ভেনেজুয়েলা। এছাড়া পর্তুগিজ রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে সময়সীমা বেঁধে দিয়েছে। এর ফলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
‘গণতন্ত্রের ক্ষতিসাধনের’ অভিযোগে ভেনেজুয়েলার ১৯ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা সম্মত হওয়ার দুদিন পর রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তে পেড্রোসার বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিলেন ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা।
আরিয়াজা সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সিদ্ধান্ত আমরা ইসাবেল ব্রিলহান্তকে জানিয়ে দিয়েছি। ভেনেজুয়েলা ছাড়তে তাকে ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছে।’
এদিকে ব্রাসেলসে ইইউ ভেনেজুয়েলার এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে কারাকাসের প্রতি দাবি জানিয়েছে।
ইইউ নারী মুখপাত্র নাবিলা মাসরালি বলেন, ‘ইইউ এই সিদ্ধান্তে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। এমন সিদ্ধান্তের ফলে ভেনেজুয়েলা আন্তর্জাতিক অঙ্গন থেকে ফের বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা এই সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘ভেনেজুয়েলা কেবল আলোচনা ও সংলাপের মাধ্যমে চলমান সংকট কাটিয়ে উঠতে পারে।’
টেলিভিশনে দেয়া এক ভাষণে মাদুরো ইইউয়ের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ‘আমরা এটা করতে চাইনি, আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে করতে বাধ্য হয়েছি, কারণ আমরা ইউরোপের সবগুলো দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছিলাম।’
তিনি আরও বলেন, আমরা ভেনেজুয়েলার ওপর কোনো ধরনের হামলা বা নিষেধাজ্ঞা মেনে নিতে পারি না।’
বিএ