করোনাভাইরাস : মৃত্যুর রেকর্ড ভাঙল দিল্লি
ভারতে গত বছরের তুলনায় এ বছর করোনাভাইরাস পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। এর মধ্যে সবচেয়ে বিপর্যয়কর অবস্থা চলছে রাজধানী দিল্লিতে। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়ে যাচ্ছে শহরটিতে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮১ জনের, যা গত বছর করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ।
আগের সপ্তাহে দিল্লির সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। দৈনিক সংক্রমণ ২৮ হাজার ছাড়িয়ে গিয়েছিল সেখানে। তারপরই লকডাউন জারি করা হয় দিল্লি জুড়ে। এরপর কিছুটা কমেছে সেখানকার দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৪৯ জন। মঙ্গলবার এই সংখ্যা নেমেছিল ২০ হাজারে।
দিল্লিতে সক্রিয় রোগীর সংখ্যা ৯৮ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমণের হার ৩২.৭৪ শতাংশ। অর্থাৎ দিল্লিতে যত জনের করোনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে প্রতি তিনজনের একজন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জেরে দিল্লি জুড়ে চিকিৎসা পরিষেবার হাহাকার প্রকট হয়েছে। গত কয়েক দিনে কেবলমাত্র অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। বিদেশ থেকেও অক্সিজেন এনে দিল্লির পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালানো হচ্ছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এমকে/এমকেএইচ