ফেসবুকে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর আহ্বান জানানোয় ভারতীয় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২১ মে ২০২১

গাজায় দখলদার ইসরায়েলি হামলার ঘটনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বাড়ি ও যানবাহনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের এক মুসলিম ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ আহ্বান জানানোর পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আল জাজিরার।

উত্তর প্রদেশের আযমগড় জেলার এএসপি সুধীর কুমার আল জাজিরাকে বলেন, ইয়াসির আখতার নামে ওই ব্যক্তি ফিলিস্তিন সংক্রান্ত বার্তাটি ফেসবুকে পোস্ট করার পর তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার জুম্মার নামাজের পর সারাইমির গ্রামের অধিবাসীদের তিনি ফিলিস্তিনের পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছিলেন।

গত ১০ মে ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিন্দার ঝড় উঠলেও অধিকাংশ ভারতীয় ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়। টুইটারে ‘ভারত ইসরায়েলের পাশে আছে’ নামে হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট দেন লাখ লাখ ভারতীয় যা শীর্ষ ট্রেন্ডে চলে আসে।

টানা ১১ দিন ধরে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলার পর শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।

এই সহিংসতায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে অন্তত ২৩২ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৬৫টি শিশুও রয়েছে। আর হামাসের পাল্টা হামলায় ইসরায়েলে মারা গেছেন ১২ জন।

এমকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।