চীনে নতুন করে ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত
চীনে সোমবার (৭ জুন) নতুন করে ৩৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যা আগেরদিনের তুলনায় ১৯ জন বেশি।
মঙ্গলবার (৮ জুন) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর- রয়টার্স।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডঙে ১৯ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।
নতুন আক্রান্তদের ১৬ জনের শরীরেই কোনো ধরনের লক্ষণ ছিল না। আগেরদিন উপসর্গবিহীন শনাক্ত রোগী ছিল ২১ জন। চীনে লক্ষ্মণবিহীন রোগীদের নিশ্চিতভাবে সংক্রমিত হিসেবে বিবেচনা করা হয় না।
সোমবার পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯১ হাজার ৩০০। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৬ জনের।
এসএস/এমকেএইচ