বাংলাদেশসহ ২৬ দেশের পাকিস্তান ভ্রমণে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৩ জুন ২০২১

করোনা মহামারির প্রকোপ রোধে বাংলাদেশ-ভারতসহ ২৬ টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। শনিবার দেশটির দ্য ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এ নিষেধাজ্ঞা জারি করে।

দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের এক কর্মকর্তা জানান, পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশকে এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করেছে। এর মধ্যে এ ক্যাটাগরির দেশগুলোর জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক নয়। বি ক্যাটাগরির দেশগুলোর নাগরিকদের পাকিস্তান ভ্রমণে কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক। নেগেটিভ হওয়ার ৭২ ঘণ্টা পর্যন্ত থাকবে সার্টিফিকেটের মেয়াদকাল।

এছাড়া সি ক্যাটাগরির দেশগুলোর জন্য দেয়া হয়েছে ভ্রমণে নিষেধাজ্ঞা। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, ফিলিপিন্স, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে। তবে এসব দেশের নাগরিকরা পাকিস্তানের নির্দিষ্ট করোনা গাইডলাইন মেনে দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) তথ্য মতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৪ জন।

সূত্র: ডন

এএমকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।