আমিরাতসহ ৪ দেশের সঙ্গে সৌদির বিমান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৩ জুলাই ২০২১

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বিবেচনায় চারটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে সৌদি আরব। আগামী রোববার থেকে কার্যকর হবে এ নির্দেশনা। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

ফ্লাইট বাতিল হওয়া দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তান। সূত্রটি জানিয়েছে, সৌদি নাগরিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরাসরি বা বক্রপথে এই চারটি দেশ ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

শুধু যেসব সৌদি নাগরিক ওইসব দেশে রয়েছেন এবং যারা স্থানীয় সময় রোববার বেলা ১১টার আগে সৌদি আরবে পৌঁছাবেন, তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। তবে দেশটিতে প্রবেশের পর সৌদি বা বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

jagonews24

সূত্র বলেছে, সম্প্রতি ওইসব দেশে করোনা সংক্রমণ ও ভাইরাসটির নতুন ধরনের ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এর আগে, গত ৩০ মে থেকে আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইতালি, পর্তুগালসহ ১১টি দেশের ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি দিয়েছিল সৌদি আরব।

সূত্র: গালফ নিউজ

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।