পশ্চিমবঙ্গে তিন মাসে সর্বনিম্ন সংক্রমণ, ২১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১১ এএম, ০৪ জুলাই ২০২১

গত ১ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা ছিল ১ হাজার ২৭৪ জন। তার তিন মাস পর সংক্রমণ আবার ১ হাজার ৪০০-এর নিচে নামল। খবর : আনন্দবাজার পত্রিকা।

শনিবার সেখানে দৈনিক সংক্রমণ দাঁড়ায় ১ হাজার ৩৯১ জন। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমে দাঁড়ায় ২১ জনে। এর ফলে পশ্চিমবঙ্গে মোট করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭ হাজার ৭৭৯ জনে। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৪ হাজার ৯৭ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৯ জন। ফলে মোট সুস্থ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৩৮ জন।

জেলাভিত্তিক সংক্রমণের হিসেবে ভারতের ওই রাজ্যে এখনও তালিকার শীর্ষে উত্তর ২৪ পরগনা। সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর। দুই জেলাতেই গত ২৪ ঘণ্টায় ১৪২ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। দার্জিলিংয়ে শেষ ২৪ ঘণ্টায় ১৩৫ জন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে।

সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে অনেকটাই কমেছে সংক্রমণের হার। শুক্রবারের থেকে আরও কমে দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ২.৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৩ লাখ ১০ হাজার ২৩৪ জন।

এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।