সৌদি আরামকোর মুনাফা বেড়েছে প্রায় ৩০০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৯ আগস্ট ২০২১

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহত্তম তেল কোম্পানি আরামকোর মুনাফা চারগুণ বৃদ্ধি পেয়েছে। তেলের দাম এবং চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কোভিড বিধিনিষেধ শিথিল, ভ্যাকসিন কার্যক্রম, বিভিন্ন পদক্ষেপ এবং অর্থনীতি পুনরায় গতিশীল হওয়ার কারণেই ইতিবাচক ফল পাচ্ছে তারা।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অপোরিশোধিত তেলের দাম ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বছরের বাকি সময়গুলোতেও পরিস্থিতি এমন ইতিবাচক থাকবে বলে আশা প্রকাশ করেছেন আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা।

বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট আয় ২৮৮ শতাংশ বেড়ে ২৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাড়িয়েছে। আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসির এক বিবৃতিতে বলেন, আমাদের দ্বিতীয় প্রান্তিকের ফলাফলে বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, চলতি বছরের বাকি সময়গুলোতে পরিস্থিতি আরো প্রানবন্ত এবং আরও নমনীয় হয়ে উঠবে কারণ বিশ্বব্যাপী সবকিছুই আবারো আগের গতিতে ফিরতে শুরু করেছে।

গত কয়েক সপ্তাহ ধরেই আরামকোর মুনাফা লাফিয়ে বাড়তে শুরু করেছে। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল কোম্পানি এক্সন মবিল জানায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের মুনাফাও ৪.৭ বিলিয়ন ডলার বেড়েছে। গত বছর ওই একই সময়ে তাদের ক্ষতি হয়েছিল ১ বিলিয়ন ডলারের বেশি। ওই প্রতিষ্ঠানও তাদের ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে।

অপরদিকে গত দু'বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় প্রতিষ্ঠান রয়্যাল ডাচ শেল।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।