আয়ারল্যান্ডে টিকা নিতে অর্ধলক্ষাধিক শিশুর নিবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৩ আগস্ট ২০২১
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডে করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষা পেতে টিকা নেয়ার জন্য ১২ থেকে ১৫ বছর বয়সী ৫০ হাজারের বেশি শিশু নিবন্ধন করেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) এই বয়সসীমার বাচ্চাদের ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু হয় দেশটিতে। বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।

দ্য আইরিশ হেলথ সার্ভিস এক্সিকিউটিভের (এইচএসই) বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম আরটিই জানায়, সকালের মধ্যেই ৪২ হাজারের বেশি শিশুর নিবন্ধন হয়ে যায় ভ্যাকসিনের জন্য।

ফাইজার অথবা মডার্নার টিকা দেওয়া হবে অন্তত দুই লাখ ৮০ হাজার এই বয়সসীমার শিশুদের। তবে শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবক বা বাবা-মার সম্মতি থাকতে হবে যখন তারা অনলাইন বা ভ্যাকসিন সেন্টারে নিবন্ধন করছে। নির্ধারিত ফার্মাসিস বা ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে টিকা নিতে হবে।

এইচএসই প্রধান নির্বাহী পল রেইড জানান, এটি খুবই উৎসাহব্যঞ্জক যে সকালের মধ্যে ৪২ হাজারের বেশি শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে অনলাইনের মাধ্যমে। তিনি আরও জানান, এটি সম্ভবত বড় বয়সসীমার গ্রুপ যাদের ভ্যাকসিন দেওয়া হবে।

আয়ারল্যান্ডের দ্য ন্যাশনাল ইমিউনিসেশন অ্যাডভাইসরি কমিটি (এনআইএসি) গত জুলাই মাসে দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম সম্প্রসারণের অনুমোদন দেয়।

এসএনআর/এইচএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।