যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত শিশু ভর্তির রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৫ আগস্ট ২০২১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। দেশটির স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর শনিবার পর্যন্ত ১ হাজার নয়শো দুইজন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ডয়েচে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। তবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে এখনও বহু মানুষ ভ্যাকসিনের আওতার বাইরে। ১২ বছরের শিশুদের এখনও ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেওয়া হয়নি দেশটিতে। তার মধ্যেই বাড়ছে শিশুদের আক্রান্তের সংখ্যা।

জানা গেছে, করোনা আক্রান্ত শিশুদের মধ্যে এখনও ২ দশমিক ৪ শতাংশ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, শুধু ফ্লোরিডায় শনিবার পর্যন্ত ১৬ হাজার একশো করোনা রোগী ভর্তি হয়েছে হাসপাতালে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, রোববার(১৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮৩৫। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৭ হাজার ৪৩৯ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১ লাখ ৪৪ হাজার ৬০৯ জন।

এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।