যেভাবে সাপ ধরতে হয় না!
অনেকেই মনে করেন, সাপ ধরা বিশ্বের অন্যতম বিপজ্জনক কাজ। এরপরও প্রাণের ঝুঁকি নিয়ে বিষধর সাপ ধরার কাজ করছেন বহু মানুষ। তাদের সাহসিকতার দৃশ্য বিভিন্ন মাধ্যমে প্রায়ই চোখে পড়ে। তবে এবার ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও, যা দেখে নিশ্চিত মনে হবে, সাপ এভাবে ধরতে হয় না, বিশেষ করে তা যদি হয় ১৪ ফুট লম্বা কিং কোবরা!
ভিডিও ফুটেজে দেখা যায়, এক লোক লম্বা একটি সাপের লেজ ধরে বাথরুমের ভেতর থেকে বাইরে আনার চেষ্টা করছেন। এসময় শুধু সাপটির লেজের অংশটাই দেখা যাচ্ছিল। কিন্তু আচমকা সেটি ফণা তুলে তেড়ে আসে লেজ ধরে রাখা ব্যক্তির দিকে।
প্রায় কোমর সমান মাথা তুলে দাঁড়ানো কিং কোবরার ছোবল থেকে বাঁচতে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দূরে সরে যান ওই ব্যক্তি। ভয়ে হাতের লাঠিটাও ছিটকে পড়ে তার কাছ থেকে। সৌভাগ্যবশত সময়মতো সরে যেতে পারায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি।
How not to rescue a snake. Especially if it’s a king cobra. Via @judedavid21 pic.twitter.com/yDJ5bLevQf
— Parveen Kaswan (@ParveenKaswan) September 7, 2021
ভারতীয় সংবাদমাধ্যম ইটিভির খবর অনুসারে, ভয়ংকর এ ঘটনাটি সম্প্রতি রেকর্ড করা হয়েছে কর্ণাটকে। সাপ ধরতে যাওয়া ওই ব্যক্তির নাম অশোক। এ বিষয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তবে কিং কোবরাটি ধরতে গিয়েই কিছুটা গড়বড় করে ফেলেন ওই ব্যক্তি, আরেকটু হলে যার মাশুল দিতে হতো নিজের প্রাণ দিয়ে।
মঙ্গলবার টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় বন কর্মকর্তা পারভীন কাসওয়ান। এ ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি ক্যাপশনে লিখেছেন, যেভাবে সাপ উদ্ধার করা যাবে না। বিশেষ করে সেটি যদি কিং কোবরা হয়।
সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে অন্তত ৭৭ হাজারবার, লাইক পড়েছে সাড়ে পাঁচ হাজারেরও বেশি। কমেন্টে অনেকেই অশোককে ভাগ্যবান বলে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ মজা করে বলেছেন, অমতে শরীর স্পর্শ করাতেই ক্ষেপে গিয়েছিল সাপটি।
That Cobra be like - pic.twitter.com/jZlwkHJm7e
— ThatBrahminGuy (@DrAtul1968) September 7, 2021
ইটিভির তথ্যমতে, ভিডিওটি ধারণ করা হয় গত আগস্ট মাসের শেষের দিকে। পরে সাপটিকে ধরে একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
কেএএ/এমএস