আদানির দিনে আয় হাজার কোটি রুপি!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ এএম, ০১ অক্টোবর ২০২১

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। দেশে দেশে উপার্জন হারাচ্ছে মানুষ, বেকারত্ব বাড়ছে। একইসঙ্গে তীব্র হচ্ছে আর্থিক-সামাজিক বৈষম্য। তবে প্রতিকূল বিশ্ব পরিস্থিতিতেও আয় কমেনি ভারতের শিল্পপতি গৌতম আদানির।

করোনারআবহেই গত এক বছরে এই শিল্পপতি ও তার পরিবার দৈনিক আয় করেছেন এক হাজার দুই কোটি রুপি। ফলে তাদের সম্পত্তি এক লাখ ৪০ হাজার ২০০ কোটি রুপি থেকে ২৬১ শতাংশ বেড়ে হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ৯০০ কোটি রুপি।

আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়ার প্রকাশিত ২০২১-এর বিত্তবানদের তালিকায় আদানিরা এখন ভারতের (এশিয়ারও) দ্বিতীয় ধনীতম পরিবার। তবে শীর্ষ স্থানটি রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের কর্ণধার মুকেশ অম্বানীরই দখলে। আম্বানিদের দৈনিক আয় ১৬৩ কোটি রুপি। এক বছরে সম্পত্তি ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ১০ হাজার কোটি রুপি।

ভারতে বর্তমানে সবচেয়ে ধনী ১০ ব্যক্তির তালিকায় গৌমমের দুবাইবাসী ভাই বিনোদ শান্তিলাল আদানিও যুক্ত হয়েছেন। তার সম্পত্তি ২১২ শতাংশ বেড়ে হয়েছে এক লাখ ৩১ হাজার ৬০০ কোটি রুপি। তিনি ১২ ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন। এইচসিএলের শিব নারদ আছেন তিন নম্বরে।

এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।