কুলাউড়ায় ভোট দিতে গিয়ে মৃত্যু


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলুর রহমান ফুলরের ফুফাতো ভাই জাকির হোসেন গিয়াস (৪২) ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি সোনাপুর গ্রামের আলী আহমদের ছেলে।

১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলুর রহমান ফুলর জাগো নিউজকে বলেন, বুধবার সকাল সাড়ে ৮টায় পৌরসভার ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন গিয়াস। এরপর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সোয়া ৯টার দিকে গিয়াস মারা যান।

ছামির মাহমুদ/এসএস/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।