খুলনায় অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫

খুলনায় অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মহানগরীর জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের গলিতে অভিযান চালায় পুলিশ।

আটকরা হলেন, কারখানা মালিক নজরুল, কর্মচারী শহিদুল ও আকবর।

খুলনায় অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম বলেন, ‘দোহা আয়রন ফাউন্ডার কারখানার থেকে অস্ত্র তৈরির ডাইস, সিসা, ট্রিগার ও গার্ডসহ ৩০/৩৫টি অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আরিফুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।