চীনে এক কোটি ৩০ লাখ মানুষ লকডাউনে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের উত্তরাঞ্চলের শহর জিয়ানকে লকডাউন করা হয়েছে। জানা গছে, শহরটিতে এক কোটি ৩০ লাখ মানুষের বসবাস। দেশটিতে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কয়েক সপ্তাহ আগেই এমন খবর বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শহরের কর্মকর্তারা জরুরি প্রয়োজন ছাড়া সমস্ত বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ ক্ষেত্র ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে শহরটির সব পরিবহন ব্যবস্থা।

লকডাউনের নিয়ম অনুযায়ী, দুইদিন পরপর একটি পরিবার থেকে একজন প্রয়োজনীয় কেনাকাটা করতে বাইরে বের হতে পারবেন। ঘোষিত এ লকডাউন কবে নাগাদ শেষে হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি।

জিয়ানে গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে এই সপ্তাহে শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে। জিয়ান হলো চীনের শানজি প্রদেশের রাজধানী। অঞ্চলটি নানা করণে চীনাদের কাছে বিখ্যাত।

সম্প্রতি চীনের সাংহাইয়ের কাছে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের বেশ কয়েকটি শহরেও করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। যদিও এসব এলাকায় বড় কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। চীন শুরু থেকেই মহামারি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে লকডাউন, সর্বজনীন মাস্কের ব্যবহার ও গণ করোনা পরীক্ষা অন্যতম।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।