সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
একদিনে শনাক্তে ফের রেকর্ড, মৃত্যু ৭২৯৯
বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হিসাবে আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২৯৯ জন। এছাড়া একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৪৭ হাজার ৯৪৩ জন।
চীন সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক উন্নয়ন ও বাস্তবায়নের উদ্দেশ্যে চীন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে একটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
২০২১ সালে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ৬৭৬০০ কোটি ডলার
একটি দেশের আমদানি ও রপ্তানি বিশ্লেষণ করলেই বের হয়ে আসে বাণিজ্যে উদ্বৃত্ত নাকি ঘাটতি রয়েছে। অর্থাৎ আমদানির তুলনায় রপ্তানি বেশি হলে বাণিজ্যে উদ্বৃত্ত থাকে। অন্যদিকে রপ্তানির তুলনায় আমদানি বেশি হলে ঘাটতি দেখা যায়। বাণিজ্যের এমন বিশ্লেষণে দেখা গেছে, গত বছর চীনের বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ছাড়িয়েছে। যা বছরের শেষ মাস পর্যন্ত অব্যাহত ছিল।
করোনা চিকিৎসায় নতুন ওষুধের অনুমোদন, মিলছে বাংলাদেশেও
কোভিড-১৯ সারাতে আরও দুটি ওষুধের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর একটির নাম ব্যারিসিটিনিব, যা মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। ওষুধটি মার্কিন ফার্মা জয়ান্ট এলি লিলির তৈরি হলেও বাংলাদেশ ও ভারতে এর জেনেরিক সংস্করণ পাওয়া যায়। অর্থাৎ দেশের বাজারে তুলনামূলক কম খরচেই ব্যারিসিটিনিব পাওয়া যাচ্ছে।
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে জাকার্তা থেকে ১৫৯ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে এ ভূকম্পন। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।
ফের দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উ. কোরিয়া
যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আরও দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। গত দুই সপ্তাহে তৃতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি।
বাংলাদেশসহ ১৫৩ দেশের ট্রানজিট বাতিল করলো হংকং
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ ১৫৩টি দেশ ও অঞ্চলের ট্রানজিট বাতিল করেছে হংকং। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ তালিকায় ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার নামও রয়েছে।
মোদীর রাজ্যে মুকেশ আম্বানির বিশাল বিনিয়োগ
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ভারতের গুজরাট রাজ্যে আট হাজার কোটি ডলার বিনিয়োগ করছে দেশটির ধনকুবের মুকেশ আম্বানির রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) গুজরাট রাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই করেছে কোম্পানিটি। ‘ভাইব্রেন্ট গুজরাট সামিট-২০২২’ এর অংশ হিসেবে এই বিনিয়োগ চুক্তি সই করা হয়।
যৌন হয়রানির দায়, পদ-পদবি খোয়ালেন প্রিন্স অ্যান্ড্রু
যৌন হয়রানির দায়ে ব্রিটিশ রাজ পরিবারের পদ-পদবি খোয়ালেন প্রিন্স অ্যান্ড্রু। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় সন্তান। এখন থেকে তার নামের সঙ্গে আর রয়েল হাইনেস থাকছে না। যুক্তরাষ্ট্রে যৌন হয়রানির মামলায় লড়ছেন তিনি। এর মাঝেই রাজপ্রসাদের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হলো।
পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ৯, চলছে উদ্ধারকাজ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতভর উদ্ধারকাজ চলেছে। ভোরের ঘন কুয়াশায়ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ, সশস্ত্র সীমা বল-এর জওয়ানরা।
এমএসএম/এএসএম