যুক্তরাজ্যে এক সপ্তাহে সংক্রমণ কমেছে ৩৮ শতাংশ

ফিরোজ আহম্মেদ বিপুল
ফিরোজ আহম্মেদ বিপুল ফিরোজ আহম্মেদ বিপুল
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৭ জানুয়ারি ২০২২
যুক্তরাজ্যে কমছে ওমিক্রনের ভয়াবহতা

করোনার নতুন ধরন ওমিক্রমন বেশ ভুগিয়েছে যুক্তরাজ্যবাসীকে। তবে ধারণা করা হচ্ছে যুক্তরাজ্য ওমিক্রন সংক্রমণের সবচেয়ে খারাপ সময়টি পার করে আসছে। সেখানে ধীরে ধীরে কমে আসছে করোনার সংক্রমণ।

যুক্তরাজ্যে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৯২৪ জন, যা গত এক সপ্তাহের তুলনায় ৩৮ শতাংশ কম। এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৮১ হাজার ৭১৩ জন এবং তার আগের ২৪ ঘণ্টায় ছিল ৯৯ হাজার ৬৫২ জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ১৭ হাজার ২৮০ জন।

যুক্তরাজ্যে এক সপ্তাহে সংক্রমণ কমেছে ৩৮ শতাংশ

এদিকে ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ৮৮ জনের। এর আগের ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছিল ২৮৭ জনের। তার আগের ২৪ ঘণ্টায় মারা যান ২৭০ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৯৮৭ জন।

যুক্তরাজ্যে করোনার কয়েকদিনের চিত্র দেখে বোঝা যাচ্ছে ওমিক্রনের থাবা সেখানে বেশ কমেছে। দেশটিতে ওমিক্রনে শনাক্ত ও মৃত্যু কমাতে টিকা কর্মসূচিও জোরালো করা হয়েছে। যুক্তরাজ্যে এ পর্যন্ত টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৩৯১ জনকে।

ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।