জাপানের পার্লামেন্ট ভেঙে দিলেন শিনজো আ্যবে


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২১ নভেম্বর ২০১৪

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জাপানের পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ভেঙে দিলেন। জাপানের পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন।

পার্লামেন্ট ডায়েটের নিম্নকক্ষ `হাউস অব রিপ্রেজেন্টেটেটিভ` ভেঙ্গে দেয়ার পর এমপিরা উল্লাস প্রকাশ করেন। শুক্রবার সকালে স্পিকার বুনমেই আইবুকি পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার ঘোষণা দেন। খবর: বিবিসি’র।

গত ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অ্যাবে জানান, আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ২১ নভেম্বর পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙ্গে দিতে পারেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।