জাপানের পার্লামেন্ট ভেঙে দিলেন শিনজো আ্যবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জাপানের পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ভেঙে দিলেন। জাপানের পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন।
পার্লামেন্ট ডায়েটের নিম্নকক্ষ `হাউস অব রিপ্রেজেন্টেটেটিভ` ভেঙ্গে দেয়ার পর এমপিরা উল্লাস প্রকাশ করেন। শুক্রবার সকালে স্পিকার বুনমেই আইবুকি পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার ঘোষণা দেন। খবর: বিবিসি’র।
গত ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অ্যাবে জানান, আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ২১ নভেম্বর পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙ্গে দিতে পারেন।