‘কোন্দল’ মেটাতে তৃণমূলের জরুরি বৈঠক ডেকেছেন মমতা
দলের জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। শনিবার (১২ ফেব্রুয়ারি) কালীঘাটে বিকেল ৫টার দিকে এ বৈঠক হবে। দলের সব শীর্ষ নেতাদের এতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মমতা।
তৃণমূল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাজ্যে পৌরসভা ভোট সামনে রেখে দলের অভ্যন্তরে সৃষ্ট কোন্দলে অস্বস্তিতে তৃণমূল। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মমতা।
আইপ্যাক সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ‘আপত্তি’ তুলে ইতোমধ্যেই দলের প্রবীণ নেতাদের একাংশ দলনেত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন। বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে।
পাশাপাশি কলকাতা পৌর ভোটের সময় থেকে দলে ‘এক ব্যক্তি, এক পদ’ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা আবার মাথাচাড়া দিয়েছে রাজ্যজুড়ে। এ নীতির পক্ষে দলের ভেতরে এবং বাইরে সরব অভিষেক ব্যানার্জি।
অন্যদিকে, রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এ নীতিতে দলনেত্রীর সমর্থন নেই। শনিবার শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূল নেত্রীর বৈঠকে এ বিষয়টিও উঠতে পারে।
এএএইচ/এএসএম