বিশ্বে একদিনে আরও ৭৫২১ জনের মৃত্যু, শনাক্ত ১৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু বাড়লেও কমেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫২১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৯৩৩ জন। আগের দিন ৬ হাজার ৪৩৩ জনের মৃত্যু ও সংক্রমিত হন ১৬ লাখ ৭ হাজার ৪৭৪ জন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৭০৯ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৪৪ হাজার ২৬৭ জনে। এসময়ে করোনা থেকে সেরে ওঠেছেন ৩৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ৩৪৭ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাশিয়ায়। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৪৫৬ জন এবং মারা গেছেন ৬৮৩ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯৭ হাজার ১৮৫ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে রাশিয়ার পরই জার্মানির অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ১ লাখ ২৭ হাজার ৪৪৯ জন, মারা গেছেন ১৩০ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৪৬ হাজার ১২০ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৪০ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৯৫ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৫ কোটি ১ লাখ ৮৮ হাজার ২৫৮ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ১০০ জন। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭৫ লাখ ৪১ হাজার ১৩১ জন। মারা গেছেন ৬ লাখ ৩৮ হাজার ৯১৩ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৭৯৪ জন। মারা গেছেন ৫ লাখ ৯ হাজার ৩৮৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ২২৬ জন, মারা গেছেন ৩৪৫ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন। মারা গেছেন ২৮ হাজার ৮৩৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।