পশ্চিমবঙ্গে সদস্য সংগ্রহ করছেন কেজরিওয়াল, নাখোশ তৃণমূল-বিজেপি
পোস্টার লাগানোর পর এবার সদস্য সংগ্রহ অভিযান। মালদার রতুয়ায় সদস্য সংগ্রহে নেমেছে আম আদমি পার্টি। দলটি জানিয়েছে, ধারাবাহিকভাবে তাদের এই কর্মসূচি চলবে। যদিও এই ইস্যুতে অরবিন্দ কেজরিওয়ালের দলকে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।
আম আদমি পার্টির ওই জেলা সভাপতি অনিমেশ সাহা বলেন, কেজরিওয়াল দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে। আমাদের এখানে সদস্য সংগ্রহ শুরু হয়েছে। সামনে পঞ্চায়েত ভোট আছে। তাতে সর্বত্র প্রার্থী দেবো আমরা।
অন্যদিকে, মালদার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, পরিযায়ী দল এরা। এতে লাভ হবে না। মালদায় আমরাই থাকব।
অন্যদিকে মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহা বলেছেন, ভোট এলেই আঞ্চলিক দলগুলো এমন করে। এতে কিছু যায় আসে না। আগামীতে বিজেপিই ক্ষমতায় আসবে।
গতকালই পাঞ্জাব বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। ভালো ফল করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
এমএইচআর/জেআইএম