বিশ্বজুড়ে করোনায় আরও ২৩৯৭ মৃত্যু, শনাক্ত ৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৫ এপ্রিল ২০২২
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে দুই হাজার ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ৩০৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১১ লাখ ৬ হাজার ১৮৪ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৭৮ হাজার ৭৭৯ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ২০৫ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪২ কোটি ৭৭ লাখ ১২ হাজার ৪৭৩ জন।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ১৪২ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৮০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১৮ লাখ ৬৭ হাজার ৯৬৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ আট হাজার ৬৭৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ছয় কোটি ৫৮ লাখ ৪১ হাজার ২৭৮ জন।

বিশ্বজুড়ে করোনায় আরও ২৩৯৭ মৃত্যু, শনাক্ত ৭ লাখ

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১৬ জনের এবং মারা গেছেন ৫৮ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ২৯ হাজার ৬৬০ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৪৪৬ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি ২৪ লাখ ৯৫ হাজার ৮৯ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১১২ জন, ইতালিতে ১২৫ জন, জাপানে ৩৮ জন, ইন্দোনেশিয়ায় ৬১ জন, ফ্রান্সে ১৪৯ জন, জার্মানিতে ১৫০ জন, রাশিয়াতে ২৮৭ জন, দক্ষিণ কোরিয়ায় ২১৮ জন এবং হংকংয়ে মারা গেছেন ৯০ জন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগের চারদিন মৃত্যুশূন্য ছিল দেশ।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।