সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৪ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৪ জুন ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিদেশি হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানালো সৌদি

বিদেশি হজযাত্রীদের একটি দল সৌদি আরবের মদিনায় পৌঁছেছে। ইন্দোনেশিয়ার ওই দলটি এরপর মক্কায় যাবে। করোনা মহামারির শুরু হওয়ার পর এই প্রথম বিদেশিরা দেশটিতে হজ করতে যাওয়ার সুযোগ পেলেন।

ভারতে ট্রেন ভ্রমণে নতুন নিয়ম

ভারতে ট্রেন ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়ম করা হয়েছে। এখন থেকে অতিরিক্ত ব্যাগ বা লাগেজের জন্য আলাদাভাবে টাকা পরিশোধ করতে হবে। এ জন্য ট্রেন যাত্রীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। জানা গেছে, কয়েক দশক ধরে দেশটির রেল পরিবহন ব্যবস্থা যাত্রীদের লাগেজের বিষয়ে নমনীয় ছিল। অর্থাৎ অতিরিক্ত লাগেজের জন্য আলাদাভাবে পরিশোধ করতে হতো না। কিন্তু এখন লাগেজের জন্য এ নতুন নিয়ম করা হয়েছে। তাছাড়া নিয়মটি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে।

উড়িষ্যায় সব মন্ত্রীর পদত্যাগ

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে পদত্যাগ করলেন ভারতের উড়িষ্যা রাজ্যের মন্ত্রিসভার সব সদস্য। তবে রোববার (৫ জুন) দুপুর ১২টায় রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে। ক্ষমতাসীস দল বিজেডি জানিয়েছে, মন্ত্রিসভা ও সংগঠনের চিত্র পাল্টানোর উদ্দেশ্যেই তার এই পদক্ষেপ। মন্ত্রীদের প্রত্যেককেই শনিবার (৪ জুন) সকালে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

শত শত বাড়িঘর পুড়িয়ে দিলো মিয়ানমারের জান্তা বাহিনী

মিয়ানমারের উত্তরাঞ্চলে তিন দিনের অভিযান চালিয়েছে জান্তা বাহিনী। এ সময় সেখানের শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা। দেশটিতে জান্তা বিরোধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জানা গেছে, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সাগাইং অঞ্চলে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে প্রায় সংঘাতে জড়াচ্ছে জান্তা বাহিনীর সদস্যরা।

খাদ্য সংকট আরও প্রকট হচ্ছে, জাতিসংঘের সতর্কতা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে বিদ্যমান খাদ্য সংকট ও মূল্যস্ফীতি আরও প্রকট হচ্ছে। এরই মধ্যে বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়ে অসহনীয় পর্যায়ে চলে গেছে। জাতিসংঘ সতর্ক করে এসব কথা জানিয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, চলতি বছরের মে মাসে সংস্থাটির খাদ্য মূল্যসূচক কমেছে। যদিও মার্চে মূল্য রেকর্ড পরিমাণ বাড়ে।

সৌদি যাচ্ছেন বাইডেন

সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) বিষয়টি জো বাইডেন নিশ্চিত করে বলেছেন যে তিনি সৌদি আরব সফরের কথা বিবেচনা করছেন। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবের তেলের উৎপাদন বাড়ানো ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বাইডেনের এ সফরের খবর জানা গেলো।

তেল-গ্যাসের দাম বাড়িয়ে সেনাবাহিনীর বেতন বাড়াচ্ছেন শাহবাজ

অর্থসংকটের কথা বলে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও ভোজ্যতেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়ে জনগণকে দুর্ভোগে ফেললেও সামরিক খাতে ব্যয় কমাচ্ছে না পাকিস্তানে সরকার। বরং নতুন অর্থবছরের বাজেট ঘোষণার আগেই সেনাবাহিনীর বেতন বৃদ্ধিসহ প্রতিরক্ষা ব্যয় ছয় শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

চায়ে বিষাক্ত রাসায়নিক: ভারতের চালান ফিরিয়ে দিচ্ছে অনেক দেশ

চায়ের ভেতর কীটনাশক ও মাত্রাতিরিক্ত রাসায়নিকের উপস্থিতির কারণে ভারতের চালান ফিরিয়ে দিয়েছে দেশ-বিদেশের বেশ কিছু ক্রেতা। শুক্রবার (৩ জুন) ভারতীয় চা রপ্তানিকারক সমিতির (আইটিইএ) চেয়ারম্যান অংশুমান কানোরিয়ার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। শ্রীলঙ্কায় সংকটের কারণে বৈশ্বিক চায়ের বাজারে যে শূন্যতা তৈরি হয়েছে, তার সুবিধা নিয়ে রপ্তানি বাড়ানোর স্বপ্ন দেখছিল ভারতীয় চা বোর্ড। কিন্তু বিভিন্ন দেশ থেকে রপ্তানির চালান প্রত্যাখ্যাত হওয়ায় সেই স্বপ্ন এখন হাওয়ায় মিলিয়ে যেতে বসেছে।

এবার গ্যাসের দাম একলাফে ৪৫ শতাংশ বাড়ালো পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পেতে এবার গ্যাসের দামও বাড়ালো পাকিস্তান। মাত্র এক সপ্তাহের ব্যবধানে জ্বালানি তেলের দাম দুই দফা বাড়ানোর পর শুক্রবার (৩ জুন) গ্যাসের দাম একলাফে ৪৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে শাহবাজ শরিফের সরকার।

আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে দুই কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশের এক যুবক। বাংলাদেশি মু্দ্রায় এই অর্থপুরস্কারের মূল্য প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ টাকা।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।