আবারও করোনা আক্রান্ত জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৪ জুন ২০২২

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিজেই টুইটারের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার (১৩ জুন) তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও ভ্যাকসিন নেওয়ার কারণে তিনি সুস্থ বোধ করছেন।

টুইটার বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জানান, ‘আমার করোনা শনাক্ত হয়েছে। আমি আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি ফলো করছি। করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ায় সুস্থ বোধ করছি। সুতরাং আপনি যদি ভ্যাকসিন না নেন, শিগগির নিয়ে ফেলুন, এবং যদি সম্ভব হয় তবে বুস্টার ডোজ নিন।’

এর আগে গত জানুয়ারিত করোনাভাইরাসে আক্রান্ত হন কানাডার প্রধানমন্ত্রী।

সূত্র: রয়টার্স

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।