ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৭


প্রকাশিত: ১০:২৩ এএম, ২৭ নভেম্বর ২০১৪

ইরাকের রাজধানী বাগদাদে এক মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত সাত জন নিহত হয়েছে। বাগদাদের সদর শহরে বৃহস্পতিবারের এই বিস্ফোরণে আহত হয়েছে অন্তত আরও ১০ জন। ইরাকি পুলিশ ও স্বাস্থসেবা কেন্দ্রের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।

এতে বলা হয়, শিয়া অধ্যুষিত এলাকাগুলো প্রতিদিনই এ ধরনের বোমা হামলার শিকার হচ্ছে। বাগদাদের সদর শহরও শিয়া অধ্যুষিত। এর মাত্র একদিন আগে বুধবার বাগদাদে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়।

প্রসঙ্গত, এসব হামলার জন্য ইসলামিক স্টেটকেই (আইএস) দায়ী করে আসছে ইরাক সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।