৪০ বারের চেষ্টায় গুগলে চাকরি পেলেন তরুণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৭ জুলাই ২০২২
ছবি: সংগৃহীত

স্বপ্ন থেকে কখনো দূরে সরে যাননি টেইলর কোহেন। লেগে থেকেছেন, চেষ্টা চালিয়ে গেছেন। বার বার ব্যর্থ হয়েছেন। তারপরও নিরাশ হননি। দীর্ঘ চেষ্টা ও অধ্যবসায়ের কারণে অবশেষে পেয়েছেন স্বপ্নের চাকরির দেখা। ৪০ বারের চেষ্টায় গুগল থেকে পেলেন চাকরির অফার। এর আগে মার্কিন কোম্পানিটি তাকে ৩৯ বার প্রত্যাখ্যান করে।

জানা গেছে, গুগলে চাকারির জন্য আবেদন করে ৩৯ বার ব্যর্থ হন কোহেন। ২০২২ সালে এসে স্বপ্ন তাকে ধরা দিলো। তিনি গুগলে প্রথম আবেদন করেন ২০১৯ সালের ২৫ আগস্ট। কিন্তু ব্যর্থ হওয়ার পরও চেষ্টা থেকে বিরত থাকেননি। ২০২২ সালের ১৯ জুলাই পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়।

কোহেন নিজেই গুগলের মতো কোম্পানিতে নিজের চাকরি পাওয়ার সুখবর জানিয়েছেন । তাছাড়া তিনি কত বার ব্যর্থ হয়েছেন তারও একটি স্ক্রিন শট প্রকাশ করছেন। এর আগে কোহেন ডোরড্যাশে নিয়োজিত ছিলেন।

কোহেন জানিয়েছেন, অধ্যবসায় ও উন্মাদনার মধ্যে একটি সূক্ষ্ম লাইন রয়েছে। আমি এখনো খুঁজে বের করার চেষ্টা করছি আমার কোনটি আছে। ৩৯ বার প্রত্যাখ্যান হওয়ার কথাও জানান তিনি।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।