`গণতন্ত্রকে জাতাকলে পৃষ্ঠ করেছে শাসকগোষ্ঠী`


প্রকাশিত: ১১:১১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. আহমেদ আজম খান বলেছেন, শাসকগোষ্ঠী একের পর এক হামলা মামলা করে নিরবে গণতন্ত্রকে জাতাকলে পৃষ্ঠ করে ফেলেছে। দেশের গণতন্ত্র ও সুশাসন নামক শব্দটি অনেক দূরে চলে গেছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাম্প্রতিক রাজনীতি নাগরিক ভাবনা` শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ সভার আয়োজন করে।

প্রধান বিচারপতির বক্তব্যের পর ইতিমধ্যে সরকারের ভীত নড়ে গেছে মন্তব্য করে আহমেদ আজম খান বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদোহ মামলা দিয়ে প্রধান বিচারপতির বক্তব্যকে ধামাচাপা দেয়া যাবে না।

তিনি আরো বলেন, প্রধান বিচারপতির বক্তব্যকে ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে তার (এসকে সিনহার) সঙ্গে যে সাক্ষাৎ করেছেন, তা সংবিধান বিরোধী।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম  আজাদ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।

এএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।