হিজড়াদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মিলব্যারাক পুলিশ লাইন্সে হিজড়াদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান।
 
বৃহস্পতিবার ‘তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠী’  শীর্ষক সচেনতামূলক আলোচনা সভা শেষে শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
 
হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় আনার লক্ষ্যে বক্তব্য রাখেন এসপি হাবিবুর রহমান। এসময় তিনি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যদেরকে যোগ্যতা অনুযায়ী সম্মানজনক পেশায় সম্পৃক্ত করার মাধ্যমে সামগ্রিক জীবনমান উন্নয়নে সেলাই কর্মসূচি, ক্ষুদ্র ও কুঠির শিল্প ইত্যাদিতে যুক্ত হয়ে স্বাভাবিক পেশায় যুক্ত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে গেন্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারী এলাকার সর্দার আনুরী হিজড়া এবং কদমতলী, শ্যামপুর যাত্রাবাড়ী এলাকার সর্দার পপি হিজড়াসহ ৭৫ জন হিজড়া উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-ওয়ারী বিভাগ) সৈয়দ নূরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিসি-অর্থ) আবিদা সুলতানা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মাকসুদা লিমা।
 
এআর/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।