জমছে না মেলার শিশু কর্নার


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলার চতুর্থ দিন চলে গেলেও এখনো জমে ওঠেনি মেলার শিশু কর্নার। আশানুরূপ দর্শনার্থী না আসায় হতাশ শিশু কর্নারের প্রকাশনাগুলোও। শিশু কর্নারের বিশেষ নির্দেশিকা না থাকা এবং বাংলা একাডেমির আলাদা শিশু স্টল থাকার কারণেই শিশু কর্নারে পাঠক-দর্শক আসছে না বলে অভিযোগ তাদের।

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের শিশু কর্নার ঘুরে এমন তথ্য পাওয়া যায়। সরজমিনে দেখা যায়, মেলার বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন অংশে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী থাকলেও শিশু কর্নারে তেমন দর্শনার্থী নেই।

বিক্রেতারা বলছেন, মেলায় আগত দর্শনার্থীরা কোনটা শিশু কর্নার আর কোনটা বড়দের তা চিনতে পারছেন না। গতবার থাকলেও এবারে শিশু কর্নারের জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই, ফলে চরম বিড়ম্বনায় পড়ছে দর্শনার্থীরা।

প্রগতি প্রকাশনীর আসরার মাসুদ জাগো নিউজকে বলেন, “এখানে কোন ধরণের সাইনবোর্ড বা কার্টুন নেই। এ কারণে অনেকে শিশু কর্নারে এসেও জানতে চাইছেন, শিশু কর্নার কোথায়? অন্যদিকে শিশু কর্নারে শিশুদের সব স্টল না রেখে তিনটি স্টল বাংলা একাডেমিতে রাখা হয়েছে, যে কারণে অনেকেই বিভ্রান্তিতে পড়ছেন।”
 
শিশু কর্নারের আরো প্রকাশনের প্রকাশক আসাদুজ্জামান মল্লিক রোমান জাগো নিউজকে বলেন, “মেলার ৪ দিন চলে গেলেও এখনো শিশু কর্ণারে আশানুরূপ বেঁচা-কিনা হচ্ছে না। মেলায় আগত দর্শনার্থীদের অনেকে বুঝতেই পারছে না এবারের বইমেলায় শিশু কর্নার কোথায়। বাংলা একাডেমি পদক্ষেপ নিলে শিশু কর্নার আগের মতো জমে উঠবে। সমন্বয় না করলে ব্যবসা মন্দা যাবে।”

এএসএস/এমএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।