সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৫ অক্টোবর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

জেলেনস্কিকে সৌদি যুবরাজের ফোন, ৪০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শুক্রবার (১৪ অক্টোবর) টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের অঘোষিত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর কিছুক্ষণ পরেই ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক ত্রাণ সহায়তা ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ।

পার্লামেন্টেই হাতুড়ি দিয়ে ফোন ভাঙলেন তুরস্কের আইনপ্রণেতা

তুরস্কের এক বিরোধীদলীয় আইনপ্রণেতা হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি স্মার্টফোন ভেঙে ফেলেন পার্লামেন্টের ভেতরেই। বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে প্রস্তাবিত একটি বিলের প্রতিবাদে সংসদে বক্তৃতা দেওয়ার সময় হাতুড়ি দিয়ে ফোন ভেঙে ফেলেন বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির সদস্য বুরাক এরবে।

ইউক্রেনকে আরও ৭২ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে আরও ৭২ কোটি ডলারের বেশি অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন স্থান লক্ষ্য করে রাশিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই ওয়াশিংটন চলতি সপ্তাহে ইউরোপীয় মিত্রদের সঙ্গে মিলে বড় আকারের সহায়তার ঘোষণা দিলো।

একের পর এক মামলায় বিপাকে ট্রাম্প?

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন যেসব আইনি লড়াই রয়েছে সেগুলো বিস্তৃত এবং বেশ বৈচিত্র্যময়। তার বিরুদ্ধে যেসব তদন্ত চলছে তার মধ্যে রয়েছে গোপন নথি ব্যবহার থেকে শুরু করে নিউইয়র্কের পেনথাউস ফ্ল্যাটের জালিয়াতি। এগুলো ছাড়াও অসংখ্য মামলা রয়েছে তার বিরুদ্ধে।

পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতির প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে

১৯৭১ সালে পাকিস্তান বর্তমান বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি চেয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন দুই প্রভাবশালী আইনপ্রণেতা। প্রেসিডেন্ট জো বাইডেনকে এই গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ পাকিস্তান: বাইডেন

পাকিস্তান সম্পর্কে অকপট বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান যাদের কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে। লস অ্যাঞ্জেলসে গত বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির প্রচারণা কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেন এমন মন্তব্য করেন।

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০

তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। খনির ভেতরে এখনও আটকা অনেকে। তাদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।শুক্রবার (১৪ অক্টোবর) দেশটির বার্তিন প্রদেশের আমাসরা শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার (বাংলাদেশ সময় রাত ৯টা) দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে পারেন বাইডেন

ওপেক প্লাসের তেলের উৎপাদন কমানোর ঘোষণার পরই হোয়াইট হাউজ ও সৌদি রাজ পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। তাই সৌদি আরবের কাছে নতুন করে অস্ত্র বিক্রি বন্ধ করতে পারেন বাইডেন প্রশাসন। মার্কিন এক সিনেটর এ তথ্য জানিয়েছেন।

যৌথ টাস্ক ফোর্সে অংশ নিতে বেলারুশে রাশিয়ার সেনারা

যৌথ সামরিক টাস্ক ফোর্সে অংশ নিতে বেলারুশে পৌঁছেছে রাশিয়ার সেনাদের প্রথম বহর। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তে সক্ষমতা বাড়াতে দেশ দুইটির সেনাবাহিনী একসঙ্গে কাজ করবে।

ইউক্রেনকে আর ফ্রি ইন্টারনেট দেবেন না ইলন মাস্ক

রুশ আক্রমণে ইউক্রেনের টেলিফোন, মোবাইল, ইন্টারনেটসহ বেশিরভাগ যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় দেশটিকে কয়েক মাস ধরে স্যাটেলাইটের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিয়ে আসছিল ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স। তবে নিজের পকেটের টাকা খরচ করে ইউক্রেনকে আর এই ব্যয়বহুল সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষধনী।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।