সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৭ অক্টোবর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

অবশেষে টুইটার কেনা নিশ্চিত করলেন ইলন মাস্ক
অবশেষে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কেনা নিশ্চিত করলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন তিনি। বিশ্বের জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কেন কিনলেন, এর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন টেসলা সিইও।

ক্যানসারের উপাদান: যুক্তরাষ্ট্রে ‘কিছু পণ্য’ তুলে নিচ্ছে ইউনিলিভার
যুক্তরাষ্ট্রে কিছু পণ্যে ক্যানসার সৃষ্টিকারী উপাদান থাকার আশঙ্কায় সেগুলো বাজার থেকে তুলে নিচ্ছে ইউনিলিভার। যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি স্বপ্রণোদিত হয়ে এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। গত ১৮ অক্টোর এফডিএ’র ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিলিভার যুক্তরাষ্ট্র আজ স্বেচ্ছায় কিছু নির্দিষ্ট লটের ড্রাই শ্যাম্পু অ্যারোসল বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশনা জারি করেছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী, কমেছে ডলারের দর
এশিয়ান বাণিজ্যে দিনের শুরুতে জ্বালানি তেলের মূল্য বেড়েছে। এর আগের সেশনেও মূল্য বেড়েছিল তিন শতাংশ। ইউএস ক্রুডের চাহিদা বাড়ায় ও ডলারের দুর্বল প্রবণতার কারণেই মূলত তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ২৫ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।

উহানে অবরুদ্ধ ৮ লাখেরও বেশি মানুষ, লকডাউনে আরও কয়েকটি শহর
চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো এক হাজার জনের ওপরে সংক্রমণ রেকর্ড করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এমন পরিস্থিতিতে উহানসহ উত্তর-পশ্চিম চীনের শহরগুলোতে কোভিডসংক্রান্ত বিধিনিষেধ বাড়ানো হচ্ছে। ২০১৯ সালে উহান থেকেই সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস।

এবার পশ্চিমা স্যাটেলাইটে হামলার হুমকি রাশিয়ার
এবার যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর বাণিজ্যিক স্যাটেলাইটে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপসারণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা কনস্তাতিন ভরোনতসভ এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো রাশিয়ার ওপর পশ্চিমা আধিপত্য বিস্তারে মহাকাশ সক্ষমতা ব্যবহারের চেষ্টা করছে।

ইরানে শিয়াদের মাজারে হামলা, নিহত ১৫
ইরানের দক্ষিণাঞ্চলে শিয়াদের একটি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। বুধবার (২৬ অক্টোবর) বিকেলের দিকে শাহ চেরাগ মাজারে এই হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে জড়িতদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আরেকজনকে ধরার চেষ্টা চলছে। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

টাকা থাকলে বালি দ্বীপে ১০ বছর বসবাসের সুযোগ
ধনী বৈশ্বিক নাগরিকদের আকর্ষণের প্রতিযোগিতায় নাম লেখালো ইন্দোনেশিয়া। দেশটির পর্যটন খাতের ট্রাম্প কার্ড বালি দ্বীপকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক পরিকল্পনা করেছে তারা। গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ঘোষিত নতুন নিয়মে পাঁচ ও ১০ বছরের জন্য ‘সেকেন্ড হোম’ ভিসা দেবে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি। তবে শর্ত হলো, আগ্রহীদের ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ২০০ কোটি রুপিয়া (১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার) থাকতে হবে।

এক সপ্তাহে সিরিয়ায় তৃতীয় বিমান হামলা ইসরায়েলের
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চলতি সপ্তাহে এটি ইসরায়েলের তৃতীয় হামলা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কের কাছে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বৃহস্পতিবার ইসরায়েল এই হামলা চালিয়েছে। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ইসারায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

‘যুদ্ধাবস্থার’ মধ্যেই ইসরায়েলের সঙ্গে সমুদ্রসীমা চুক্তি লেবাননের
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলেল সঙ্গে সমুদ্রসীমা চুক্তিতে সই করেছে লেবানন। ইসরায়েলের পক্ষে চুক্তিতে সই করেছেন প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং লেবাননের পক্ষে প্রেসিডেন্ট মিশেল আওন। এর ফলে দুপক্ষের জন্যই সমুদ্রের বিরোধপূর্ণ গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাস আহরণের পথ খুলে গেলো।

যে কারণে আয় কমেছে ফেসবুকের মূল কোম্পানি মেটার
ফেসবুকের মূল কোম্পানি মেটার আয় ও লাভ কমেছে। বিজ্ঞাপন কমায় পরপর দুই প্রান্তিকে মার্ক জাকারবার্গের কোম্পানির এমন পরিসংখ্যান সামনে এল। সম্প্রতি ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের সঙ্গে ফেসবুকের প্রতিযোগিতা বেড়েছে।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।